আইফোনের ছবি যাচাই করবে অ্যাপল

৮ আগষ্ট, ২০২১ ০১:৩৮  
শিশু নির্যাতন প্রতিরোধে ছবি যাচাইয়ের টুলস চালু করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বিভিন্ন দেশের স্থানীয় আইনের উপর ভিত্তি করে এই টুলস পরিচালিত হবে। শুক্রবার অ্যাপল এই তথ্য প্রকাশ করেছে। খবর রয়টার্স। এর আগে গত বৃহস্পতিবার প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছিলো, অ্যাপল এমন একটি সিস্টেম চালু করতে যাচ্ছে যেটি আইফোন থেকে আইক্লাউড স্টোরেজ আপলোড হওয়ার আগেই শিশুদের নির্যাতন বা হয়রানির কোনো ছবি আছে কিনা সেটি যাচাই করবে। ফেসবুক, মাইক্রোসফট, অ্যালফাবেট (গুগল) এর পাশাপাশি একই ধরনের উদ্যোগ নেয়া অ্যাপলকে সাধুবাদ জানিয়েছে শিশু নিরাপত্তা গ্রুপগুলো। তবে আইফোন থেকে অ্যাপলের ছবি যাচাইয়ের বিষয়টি সমালোচনার জন্ম দিয়েছে। কারণ অ্যাপল যেভাবে ব্যবহারকারীর ডিভাইসের অ্যাক্সেস নিচ্ছে এতে সরকারি হস্তক্ষেপে গোপনীয়তা নষ্ট হতে পারে। অন্যান্য অনেক প্রযুক্তি কোম্পানি সার্ভারে আপলোড হওয়ার পর ছবি যাচাই করে। এরই ধারাবাহিকতায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যাপল তাদের পরিকল্পনার কথা জানিয়েছে। যেখানে এই সেবাটি চালু হবে সেই দেশের নিয়মানুযায়ী ছবি যাচাই করা হবে। ডিবিটেক/বিএমটি